সৌদীপ ভট্টাচার্য : দেবাঞ্জন দেবের পর ফের ভুয়ো আইপিএস ধরা পড়লো সোমবার রাতে। অভিযোগ, রাজর্ষি ভট্টাচার্য নামে ওই ব্যক্তি নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিয়ে সেই পোশাকে সেজে নীল বাতি গাড়ি নিয়ে শহরে ঘুরতো। এদিন পুলিশের জালে ধরা পড়ে ভুয়ো আইপিএস অফিসার রাজর্ষি ভট্টাচার্য। ধৃতের বাড়ি বেলঘড়িয়া দক্ষিণেশ্বরের পি সি ব্যানার্জি লেনে।
তার বিরুদ্ধে অভিযোগ, আইপিএস অফিসার পরিচয় দিয়ে অভিযুক্ত ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছ থেকে দুই লক্ষ টাকা তোলা চায়। এদিন রাতে ওই ভুয়ো আইপিএস অফিসারকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। যদিও রাজর্ষি ভট্টাচার্য নামে ওই ভুয়ো আইপিএস অফিসারের বাড়ির লোক জানায়, তারা জানতেন রাজর্ষি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 'র'-এ কাজ করত। এলাকার মানুষেরা অবশ্য জানতেন সে পুলিশ অফিসার।
আরও অভিযোগ, সম্প্রতি এলাকার এক ব্যক্তিকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় রাজর্ষি। যদিও এলাকায় ভালো লোক হিসাবে পরিচিত ছিল সে। প্রতিবেশীদের সঙ্গেও তার সৎভাবে ছিল। কামারহাটি পুরসভার ওই ওয়ার্ডের পুরপ্রতিনিধিও জানান, রাজর্ষি ভালো মানুষ ছিল বলে জানতাম। এইরকম মানুষ ভুয়ো অফিসার হয়ে ঘুরে বেড়াচ্ছে, তা তাঁরা বুঝতেই পারেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন