Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী প্রকল্প ‌চালু হচ্ছে রাজ্য

Utsashree project for transfer of teachers is being launched in the state

সমকালীন প্রতিবেদন : শিক্ষকদের বদলির জন্য ‌রাজ্যে চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প। এর পাশাপাশি, স্থানীয় সম্পদ লুট  বন্ধ করতে, মাফিয়া দৌরাত্ম্য ঠেকাতে নতুন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই ধরনের বেশ কিছু প্রকল্পের কথা ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

নির্বাচনী ইস্তেহারে মমতা ব্যানার্জী ঘোষনা করেছিলেন, তৃণমূল ফের ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের জন্য বিশেষ ভাতা চালু করা হবে। সেই ঘোষনা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে লক্ষীর ভান্ডার নামে এই প্রকল্প কার্যকরী হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করলে তাঁদের ক্ষেত্রেও সেপ্টেম্বর থেকে এই প্রকল্প কার্যকরী হবে বলে মুখ্যমন্ত্রী এদিন ঘোষনা করেন। তিনি আরও বলেন, '১৬ আগস্ট থেকে ফের দুয়ারে সরকার প্রকল্প চালু হচ্ছে। আগেরবার যারা যারা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করে উঠতে পারেন নি, তাদের জন্য দুয়ারে সরকার কর্মসূচি ফের নেওয়া হচ্ছে। এখন থেকে খেলা দিবস পালিত হবে। বালি মাফিয়াদের বাড়বাড়ন্ত বরদাস্ত করা হবে না। বালি, কয়লা, পাথর নীতি চালু হচ্ছে। এইসব স্থানীয় সম্পদ লুট করা যাবে না। মাফিয়া দৌরাত্ম্য ঠেকাতেই নতুন এই ব্যবস্থায় প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে।'

খেলা দিবস উপলক্ষে এক লক্ষ বল বিতরণ করা হবে এদিন ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। সংস্কৃতিকে বাঁচাতে খেলার খুব প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বলেন, 'বিধানসভা নির্বাচনের আগে বাংলা থেকে আওয়াজ উঠেছিল খেলা হবে, আগামী দিনে সেটাই হবে গোটা দেশের থিম। শিক্ষকদের বদলির জন্য শুরু হচ্ছে উৎসশ্রী নামে নতুন একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কর্মরত শিক্ষকদের বদলির বিষয় সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।' মুখ্যমন্ত্রী বলেন, 'নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়েছে।' কেন্দ্রের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন অভিযোগের সুরে বলেন, 'সংবাদপত্রের মালিকদের, সাংবাদিকদের ভীত সন্ত্রস্ত করে রাখা হচ্ছে। মিডিয়া, বিচার ব্যবস্থাকে কব্জা করে রেখেছে। রাজনৈতিক দলের নেতা, কর্মীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কণ্ঠরোধ করার চেষ্টা চলছে।'




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন