আজকের দিনটি : ৩১শে জুলাই ২০২১
জাতীয় প্রেক্ষিত :
১) ১৬৫৮ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব সিংহাসনে বসেন।
২) ১৮৬১ খ্রিস্টাব্দে চেরাপুঞ্জিতে একদিনে ৯৩০০ মিমি বৃষ্টিপাত হয় - যা সর্বকালীন রেকর্ড।
৩) ১৮৮০ খ্রিস্টাব্দে বিখ্যাত হিন্দি ভাষার সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন।
৪) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কুখ্যাত নায়ক মাইকেল ও' ডায়ারকে হত্যা করেছিলেন যে বিপ্লবী, সেই উধম সিংকে ফাঁসি দেওয়া হয় ১৯৪০ খ্রিস্টাব্দের আজকের দিনে।
৫) ১৯৮০ খ্রিস্টাব্দে ভারতের স্বনামধন্য গায়ক মোঃ রফি প্রয়াত হন।
আন্তর্জাতিক প্রেক্ষিত :
১) ১৪২৩ খ্রিস্টাব্দে শতবর্ষব্যাপী যুদ্ধের শেষে ফরাসি বাহিনী ইংরেজদের কাছে পরাজয় বরণ করে।
২) ১৯০৪ খ্রিস্টাব্দে রুশ- জাপান যুদ্ধে ক্ষুদ্র জাপানের কাছে রাশিয়ার পরাজয়।
৩) ২০০৬ খ্রিস্টাব্দে কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্র তাঁর ভাই রাওলকে ক্ষমতা অর্পণ করে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
৪) ২০১২ খ্রিস্টাব্দে বিখ্যাত মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস ল্যারিসা ল্যাটিনিনা'র ১৮ টি অলিম্পিক পদকের বিশ্বরেকর্ড ভেঙে ১৯ টি স্বর্ণপদকের রেকর্ড আয়ত্ব করেন।
৫) ২০২০ খ্রিস্টাব্দের আজকের দিনে প্রখ্যাত ব্রিটিশ সিনেমা নির্মাতা অ্যালেন পার্কার প্রয়াত হন।
সংকলক : স্বপন ঘোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন