Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

আজকের দিনটি : ৩০ জুলাই, ২০২১

 

Today is the day

ভারতীয় প্রেক্ষিত  : 

১) ১৮৮৬ খিস্টাব্দে প্রখ্যাত ভারতীয় চিকিৎসক ও সমাজ সংস্কারক ড. মুথুলক্ষ্মী রেড্ডি জন্মগ্রহণ করেন। 

২) ১৯৭৩ খিস্টাব্দে জন্মগ্রহণ করেন ভারতীয় গায়ক সোনু নিগম  এবং ভারতীয় চিত্রাভিনেতা সোনু সুদ। 

৩) ১৯৮৭ খিস্টাব্দে কলম্বোতে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ওপর আকস্মিক আক্রমণ হয়। 

৪) ১৯৯১ খিস্টাব্দে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতির শুভ সূচনা হয় ড. মনমোহন সিংহের হাত ধরে।

আন্তর্জাতিক প্রেক্ষিত  :

১) ১৫০২ খিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস হন্ডুরাসের গুয়াঞ্জাতে পদার্পণ করেন। 

২) ১৬২৭ খিস্টাব্দে ইটালিতে ভয়াবহ ভূমিকম্পে ৫০০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়।

৩) ১৮৬৪ খিস্টাব্দে আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয়।

৪) ১৯৬২ খিস্টাব্দে বিশ্বের দীর্ঘতম ট্রান্স- কানাডা হাইওয়ের উদ্বোধন হয়।

৫) ১৯৮০ খিস্টাব্দে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মেলানেশিয় দেশ ভানুয়াতু ইঙ্গ-ফরাসি আধিপত্য থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 

৬) ২০১১ খিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা আজকের দিনকে 'আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস' হিসাবে ঘোষণা করে।


সংকলক :স্বপন ঘোষ‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন