সমকালীন প্রতিবেদন : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। তিন মহিলাকে পিষে দিল গাড়ি। বৃহস্পতিবার সকালে বর্ধমানের গলসিতে জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে। মৃতরা একই এলাকার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয় সড়ক ধরে হেঁটে গলিগ্রামে কাজে যাচ্ছিলেন চার মহিলা। তাঁরা শ্রমিক, খেত মজুরের কাজ করেন। তিন বটতলার কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। গাড়ির চাকায় কার্যত পিষে যান তিনজন। ঘটনাস্থল ছেড়ে পালায় ঘাতক গাড়ির চালক। স্থানীয়রা গলসি থানায় দুর্ঘটনার খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম চার মহিলাকে উদ্ধার করে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় তাঁদের। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তিন মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকরা হলেন শিউলি লোহার (২৮), জবা বাগ (২৪) এবং গায়ত্রী বাগ (৫০)। গুরুতর আহত রুমা লোহার (৩৫) এর বর্ধমান মেডিকেল হাসপাতালে চিকিৎসা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন