সমকালীন প্রতিবেদন : আজ, শনিবার থেকে ৫ দিনের জন্য খুলল শবরীমালা মন্দির। ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, করোনা ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলে কিংবা ৪৮ ঘণ্টা আগে করানোর আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই এই মন্দিরে ঢোকা যাবে।
প্রতিদিন সর্বোচ্চ ৫ হাজার পুণ্যার্থী মন্দিরে ঢুকতে পারবেন। এর জন্য আগে থেকেই অনলাইনে বুকিং করতে হবে। কেরল সরকারের তরফে জানানো হয়েছে, মন্দিরে কোভিড বিধি মানতে হবে। মাস্ক বাধ্যতামূলক। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অন্যান্য তীর্থস্থানের মতো এই মন্দিরের দরজাও বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে ভগবান আয়াপ্পার মাসের পুজো ও রীতি পালনের জন্য আপাতত পাঁচদিন শবরীমালা মন্দির খুলে দেওয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন