সমকালীন প্রতিবেদন : ওডিশা এবং অন্ধ্রপ্রদেশের উপর নিম্নচাম অক্ষরেখার অবস্থানে পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে আগামী দুদিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী কয়েকদিন রাজ্যে ভ্যাপসা গরমও থাকবে। কলকাতার আকাশ আংশিক মেঘে ঢাকা থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী দুদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিনবঙ্গের বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ আশপাশের জেলায় ঝড়ের পূর্বাভাসও রয়েছে। সামান্য বৃষ্টি হলেও গরম কমবে না। উল্লেখ্য, বৃষ্টির কারনে ইতিমধ্যেই ধস নেমে এই রাজ্যের উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। মাঝেমধ্যে বৃষ্টির কারনে রাস্তা মেরামতির কাজে বিঘ্ন ঘটছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন