কবিতা /
নির্মল হালদার
১
ছোট রাস্তা বড় রাস্তা মানে
বড় খিদে ছোট খিদের মতই।
কখনো আলো
কখনো আগুন দেখতে পাই।
কখনো
তারার আগুনের চেয়েও তীব্র,
সৌন্দর্যমুখী----একই পঙক্তিতে
ভোজন করি ছোট বড় সবাই
২
জল জঙ্গল জমির সমগ্রতা
মানুষের সমগ্র। মানুষের এই সম্পদের কাছে
বাতাস ছড়ায় স্বর্ণরেণু
নদী থেকে সোনা সংগ্রহ করে মানুষ
মাটি থেকে সোনা সংগ্রহ করে মানুষ
ধারাবাহিক এই জীবনের কাছে
আমিও হাতে হাত রাখি
অশেষ মানুষের স্পর্শ পাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন