Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আফগানিস্তানে সংঘর্ষে মৃত্যু পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত চিত্রসাংবাদিককের

 

আফগানিস্তানে সংঘর্ষে মৃত্যু পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত চিত্রসাংবাদিককের

সমকালীন প্রতিবেদন : আফগানিস্তানের কান্দাহারে সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেলেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। ৪০ বছরের এই চিত্র সাংবাদিক পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত। বাড়ি মুম্বাইয়ে। আফগানিস্তানের অশান্ত পরিস্থিতির ছবি ক্যামেরাবন্দি করতে গিয়েছিলেন তিনি। রয়টার্সের চিফ ফটোগ্রাফার ছিলেন। আফগান সেনাদের সঙ্গে থেকে কাজ করছিলেন। বৃহস্পতিবার রাতে আফগান সেনার সঙ্গে তালিবানদের সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর জখম হন তিনি। তারই জেরে পরে মৃত্যু হয় তাঁর। 

দানিশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতে অবস্থিত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্ডজে। ট্যুইটবার্তায় তিনি জানিয়েছেন, 'বন্ধু দানিশ সিদ্দিকির নিহত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। মাত্র দুই সপ্তাহ আগে তাঁর কাবুল যাত্রার প্রাকমুহুর্তে দানিশের সঙ্গে দেখা করেছিলাম আমি। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা রইল।'‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন