দেবাশীষ গোস্বামী : আজ তিরন্দাজিতে মিক্সড ডাবলসে প্রবীণ যাদব ও দীপিকা কুমারি জুটি খুব ভালোভাবে কোয়ালিফাইং রাউন্ডে জিতেও কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায়। মহিলা টেবিল টেনিসে সিঙ্গেলস এ মনিকা বাত্রা ও সুতীর্থা মুখার্জি দুজনেই পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছেন। পুরুষ হকিতে ভারত ৩-২ গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছে। পুরুষদের বক্সিংয়ে বিকাশ কিষান প্রথম রাউন্ডেই পরাজিত হয়েছেন। মহিলা শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে অপূর্বী ও এলাভেনিল দুই ভারতীয় প্রতিযোগী পরবর্তী রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছেন। পুরুষ শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে সৌরভ চৌধুরি আশা জাগিয়ে প্রাথমিক পর্যায়ে প্রথম হয়ে পরবর্তী রাউন্ডে উঠলেও ফাইনালে সপ্তম হয়ে পদক জয়ে ব্যর্থ হন। টেবিল টেনিসের মিক্সড ডাবলসে শারাথ কামাল ও মনিকা বাত্রা জুটি চাইনিজ তাইপের কাছে শোচনীয়ভাবে হেরে যান। মহিলা হকিতে ভারত নেদারল্যান্ডসের কাছে ১-৫ গোলে হেরে যায়। আজকের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি হলো, মহিলা ভারত্তোলনে ৪৯ কেজি বিভাগে মীরাবাঈ চানুর রুপোর পদক জয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন