Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

অলিম্পিকের ষষ্ঠ দিনে ভারত

 

India on the sixth day of the Olympics

দেবাশিষ গোস্বামী : আজ অলিম্পিকে মহিলা বক্সিংএ ৬৯ কেজি বিভাগে ভারতের প্রতিযোগী লভলিনা বরগোহাইন তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জার্মানির প্রতিদ্বন্দ্বীকে ৩-২ ম্যাচে হারিয়ে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছেন। ভারতের পুরুষ হকি দল স্পেনকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। সেইলিংএ ভারতের মহিলা এবং পুরুষ প্রতিযোগীরা নিজ নিজ ইভেন্টে পরাজিত হয়েছে। এই খেলায় ভারতের প্রতিযোগীরা হলেন নেথরা কুমানন, বিষ্ণু সরভানান, গণপতি কেলাপান্ডা এবং বরুণ ঠাকুর। 

পুরুষ টেবিল টেনিসে শরথ কমল চিনা প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হন। শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে প্রথমে সৌরভ চৌধুরী ও মানু ভাকর জুটি ভারতেরই যশস্বিনী সিং ও অভিষেক ভার্মা জুটিকে হারিয়ে পরের রাউন্ডে প্রবেশ করেন। পরের রাউন্ডে এই জুটি অর্থাৎ সৌরভ চৌধুরী ও মনু ভাকর চীনের প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হন। এই ইভেন্টে ভারতের আর এক জুটি এ্যালভেনিল ভালারিভান ও দিব্যাংশ সিংও পরাজিত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন