Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৮ জুলাই, ২০২১

মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বান, মৃত ৪, নিখোঁজ ৪০

 

Harappa Ban in the rain

সমকালীন প্রতিবেদন : মেঘ ভাঙা বৃষ্টিতে বড়সড় বিপর্যয় উপত্যকায়। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার দাচান তহশিলের হোনজার গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। এর জেরে মৃত্যু হয় ৪ জনের। নিখোঁজ অন্তত ৪০ জন। কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে জম্মুতে। এদিন বৃষ্টির সঙ্গে হড়পা বান নামে। কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন আগে মেঘভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে যায় উত্তরাখন্ড।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইট করে জানান, বায়ুসেনার জওয়ানদের পাঠানো হয়েছে। প্রয়োজনে আকাশপথে আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হবে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত চলবে জম্মু-কাশ্মীরে। ক্রমাগত বৃষ্টিতে নদীর জলস্তরও বাড়ছে। নদী সংলগ্ন ও ধস প্রবণ এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন