Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৪ জুলাই, ২০২১

হাবড়ায় আগ্নেয়াস্ত্র, মদ উদ্ধার

হাবড়ায় আগ্নেয়াস্ত্র, মদ উদ্ধার

সমকালীন প্রতিবেদন : দুটি আলাদা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি অবৈধভাবে মজুত করে রাখা প্রচুর মদ উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। ‌ধৃত দুষ্কৃতীর নাম রিন্টু ঘোষ। তার বাড়ি হাবড়া থানার যশুর দর্জিপাড়া এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হাবড়া থানার পুলিশের কাছে খবর আসে, হাবড়ার বামিহাটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক ব্যক্তি‌ সন্দেহজনকভাবে ঘোরাঘোরি করছে। সেই খবরের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিন্টু নামে ওই দুষ্কৃতীকে আটক করে তল্লাশি চালায়। ধৃতের কাজ থেকে একটি দেশী পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জেরায় সে স্বীকার করে যে, আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে সে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। ধৃতকে বুধবার দুপুরে বারাসত আদালতে তোলা হয়। তবে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, অবৈধভাবে মজুত রাখা বিয়ার সহ দেশি এবং বিদেশি প্রায় দুশো লিটার মদ উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ কুম‌ড়া বাজারে হানা দেয়। সেখানেই একটি বাড়ির পেছনে অস্থায়ী স্টল করে বেআইনিভাবে বেশ কিছুদিন ধরে মদ বিক্রি করা হচ্ছিল। এদিন সেখান থেকেই  ১৯২ লিটার দেশী মদ সহ ৫ বোতল বিয়ার এবং ১০ বোতল বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের অভিযান টের পেয়ে বিক্রেতারা পালিয়ে যায়। হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে মদগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন