Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৮ জুলাই, ২০২১

টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ

 

Demonstration of the position of job candidates

সমকালীন প্রতিবেদন : ‌নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করলেন। বুধবার বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে এই অবস্থান বিক্ষোভ চলে। বীরভূম জেলার টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবিতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলেন। 

তাঁরা জানান, '২০১৪ সালে প্রাইমারি টেট পাশ প্রায় কুড়ি হাজার উত্তীর্ণদের মুখ্যমন্ত্রী ২০২০ সালের নভেম্বর মাসে প্রেস কনফারেন্স করে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ২০১৪ সালে যারা টেট উত্তীর্ণ ট্রেন্ড ক্যান্ডিডেট আছেন, তাঁদের মধ্যে থেকে সরকার ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রায় সাড়ে ১৬ হাজার জনকে নিয়োগপত্র দেবেন। বাকি যোগ্য চাকরি প্রার্থীদেরকেও ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নিয়োগ প্রক্রিয়া চললেও এখনও পর্যন্ত অর্ধেকের বেশী যোগ্য চাকরি প্রার্থী নিয়োগপত্র হাতে পাননি।'‌

আর সেই কারনেই এদিন চাকরির দাবিতে, মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার দাবি জানিয়ে বীরভূমের প্রায় ৩০০ চাকুরিপ্রার্থী বীরভূম প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেন। পরে তাঁরা ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শকের হাতে তাঁদের দাবিপত্র তুলে দেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন