* বনগাঁয় তৃণমূলের শহীদ দিবস
* রাজনৈতিক সৌজন্য
শহীদ দিবস স্মরণে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বনগাঁ শহরে পথচলতি মানুষদের মধ্যে মাস্ক বিলি করা হয়। বাটা মোড় এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচি চলাকালীন সেই পথ দিয়ে যাচ্ছিলেন বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। সঙ্গে ছিলেন দলের অন্যান্য কর্মীরা। সেখানে রাজনৈতিক সৌজন্য দেখাল তৃণমূল নেতৃত্ব। বিজেপি বিধায়ক এবং কর্মীদের প্রত্যেককে মাস্ক পরিয়ে দেন শহর সভাপতি শঙ্কর আঢ্য, প্রাক্তন পুরপ্রধান জ্যোৎস্না আঢ্য, বর্তমান পুর প্রশাসক গোপাল শেঠ সহ অন্যান্যরা।
* বিজেপির শ্রদ্ধাঞ্জলি দিবস
রাজ্যে নিহত বিজেপি কর্মীদের শ্রদ্ধা জানিয়ে বনগাঁয় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করল বিজেপি। বুধবার শতাধিক বিজেপি কর্মী-সমর্থক হাতে প্ল্যাকার্ড নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বনগাঁর মতিগঞ্জে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল সহ একাধিক নেতা। অশোকনগরেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন