এসো বাল্যকাল
বিভাস রায়চৌধুরী
ভোরবেলা তুই... তুমি
শতজন্ম ধ'রে যেন নদীর ওপার...
এপারে আমার নৌকো। যাবে?
এসো, বাল্যকাল, এসো... আমি ভোরবেলা
কেবল তোমার হাত খুঁজি...
কেবল তোমারই হাতে নিহত মৃত্যুর মুখ
বুক বাজিয়ে বলুক তো দ্যাখেনি কে?
প্রেমিকার চুম্বনে কার অল্প মনে প'ড়ে যায়নি মা?
দু'হাতের শিরা কেটে ফেললেও দেখি
ফিন্কি দিয়ে ছুটে আসছে শিশু...
কেবল তোমারই হাতে
আমার জীবন যেন নীল একটা চিঠি,
যুদ্ধ নামার আগেই পৃথিবীকে পৌঁছে দিতে চাই
শত শত শত চুম্বন-স্মৃতি...
" এসো বাল্যকাল" কবিতাটার পাশে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে।
উত্তরমুছুন