Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৮ জুলাই, ২০২১

জঞ্জাল সাফাইয়ে নয়া গাড়ির উদ্বোধন শিলিগুড়িতে


Car inauguration Siliguri

সমকালীন প্রতিবেদন : পশ্চিমবঙ্গ সরকারের স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি-র (সুডা) পক্ষ থেকে শিলিগুড়ি পুর নিগমের হাতে ৮ টি গাড়ি তুলে দেওয়া হল। সঙ্গে দেওয়া হয়েছে চারদিক ঘেরা ও ঢাকা দেওয়া ১৪ টি টোটো। এগুলোতে বাসিন্দাদের বাড়ি থেকে তরল বর্জ্য ও কঠিন বর্জ্য বহন করবে। 

বুধবার গাড়িগুলোর উদ্বোধন করা হয়। পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, 'আমরা এই উন্নতমানের গাড়িগুলি আবর্জনা তোলার কাজে লাগাব। গাড়িগুলির উপরের দিক থেকেও ঢাকা থাকায় আবর্জনা উপচে পড়ার কোনও সমস্যা নেই। আগামী ৫/৬ মাসের মধ্যে শিলিগুড়ি শহরকে সম্পূর্ণ রূপে আবর্জনা মুক্ত শহরে পরিণত করা হবে। জঞ্জাল নিষ্কাশন ব্যবস্থাকে আরও উন্নত এবং বিজ্ঞানসম্মত করা হবে।'





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন