সমকালীন প্রতিবেদন : ব্যাঙ্কের ৫৬ লক্ষ টাকার বকেয়া ঋণের টাকা শোধ না করায় বনগাঁ সেন্ট্রাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড অধিগ্রহণ করল স্টেট ব্যাংক। বর্তমান কর্তৃপক্ষ সমস্ত দায় চাপিয়ে দিয়েছে বামেদের উপর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ শহরের আমলাপাড়ায় অবস্থিত বনগাঁ সেন্ট্রাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি। ২০০৭ সালে বাম আমলে স্টেট ব্যাংকের চাঁদপাড়া শাখা থেকে ৮০ লক্ষ টাকা ঋণ নিয়েছিল। পরবর্তীতে ঋণের বোঝা বাড়তে থাকে। ব্যাংকের পক্ষ থেকে সেন্ট্রাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি কর্তৃপক্ষকে ঋণ শোধ করবার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তারপরেও সোসাইটির পক্ষ থেকে সদুত্তর না পেয়ে বুধবার স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ বনগাঁ সেন্ট্রাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি অধিগ্রহণ করে। এই ঘটনায় অনিশ্চয়তার মধ্যে ভুগছেন সোসাইটির ১৬ জন কর্মচারী। সমস্যার শিকার হয়েছেন বনগাঁ সেন্ট্রাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির সামনে থাকা ভাড়াটিয়া দোকানদারেরাও।
এই বিষয়ে বনগাঁ সেন্ট্রাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির বর্তমান চেয়ারম্যান জাফর আলী মণ্ডল বলেন, 'বাম আমলে লোন নেওয়া হয়েছিল। আমরা পরিশোধ করবার চেষ্টা করেছিলাম। আমরা অনেকটাই পরিশোধ করেছি। কিন্তু সুদের উপর সুদ অনেক হওয়ায় আমরা অনেকটা ঋণ পরিশোধ করতে পারি নি। ফলে ব্যাংক অধিগ্রহণ করেছে।'
এই বিষয়ে বনগাঁ পুর প্রশাসক গোপাল শেঠ বলেন, 'বাম আমলে বনগাঁ সেন্ট্রাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লোন নেওয়ার পরে রুগ্ন দশায় পরিণত হয়েছে। ফলে ঋণগ্রস্থ হয়ে পড়ে এই সোসাইটি। শেষ পর্যন্ত ব্যাংকের তরফ থেকে অধিকগ্রহণ করা হয়েছে। আমি ব্যাংকের কাছে আবেদন করছি, ওই জায়গাটা কোনও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার জন্য।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন