সমকালীন প্রতিবেদন : প্রায় দুই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট সহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করল সীমান্ত রক্ষী বাহিনী। ধৃতদের কাছ থেকে ৩০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। সোমবার বনগাঁর পেট্রাপোল সীমান্তের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল এলাকায় নজরদারির কাজ করছিলেন বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। এই সময় অভিবাসন দপ্তরের পাশ দিয়ে যাওয়া ভারত-বাংলাদেশ রেলপথের কাছে জয়ন্তীপুর পার্কিং এলাকায় মোটর বাইক নিয়ে দুজন ব্যক্তিকে আসতে দেখেন বিএসএফ জওয়ানরা। বাইকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে তাদের একজনের কোমর থেকে ৩০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। বিস্কুটগুলি একটি কাপড়ের মাধ্যমে কোমরে বাঁধা ছিল। উদ্ধার হওয়া বিস্কুটগুলির মোট ওজন প্রায় সাড়ে তিন কিলো গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৩ লক্ষ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন